সেন্টমার্টিন বঙ্গোপসাগরে পাড়ি দিলো ৩৪ নারী-পুরুষ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-২১ ০৯:৪৫:০০

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে পাড়ি দিলো ৩৪ নারী-পুরুষ


কক্সবাজার: বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৪ নারী-পুরুষ। ১৪তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা ২১ মার্চ সকাল ৯টা ৪০ মিনিটে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে সেন্ট মার্টিনসের উদ্দেশে রওনা হন। ষড়জ অ্রাডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলা এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। পানিতে ডুবে মরা থেকে রক্ষা পেতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করতে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনস জলপথে ১৬.১ কিলোমিটারের পথ পাড়ি দিচ্ছে যে ৩৪ জন, তাদের মধ্যে দুই নারীও রয়েছে। তারা হলেন মিতু আকতার ও সোহাগী আকতার। এর মধ্যে মিতু আকতার প্রথম বাংলাদেশি নারী যিনি এর আগে বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছে। বাংলা চ্যানেল জয়ী প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি কালের কণ্ঠের শুভসংঘের সংবর্ধনা পেয়েছিলো গত বছর।

আরো সংবাদ