কাল থেকে সদর উপজেলা নির্বাচনে ইভিএম ভোট প্রশিক্ষণ শুরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-২৩ ১০:৫৬:৩৭

কাল থেকে সদর উপজেলা নির্বাচনে ইভিএম ভোট প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রে ৫ দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট প্রদানের ওপর প্রশিক্ষণ ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে। ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইউনিট প্রতিকেন্দ্রে কাজ করবে। স্থানীয় ভোটারদের জন্য এ প্রশিক্ষণ উন্মুক্ত থাকবে বলে জানা গেছে ।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ সময়ে কমিশন নির্ধারিত স্থানে ভোট গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদেরও প্রশিক্ষণ দেয়া হবে। ২৯ মার্চ অনুষ্ঠিত হবে ‘মকভোটিং’ তথা বাস্তব ভোটের আদলে ভোট প্রদান প্রশিক্ষণ। এর আগে ২২ ও ২৩ মার্চ ভোটদান পদ্ধতি সরেজমিনে পরিদর্শন (ভোটার এডুকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ডেমোনেস্ট্রেটরদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কমিশন নির্ধারিত দক্ষ প্রশিক্ষকরাই প্রশিক্ষণ দেবে। ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে ইভিএম-এর প্রতি আকর্ষণ ও সচেতনতা তৈরী করতে চায় নির্বাচন কমিশন। -জানালেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা। তিনি জানান, প্রতি ভোটকেন্দ্রের লোকজনকে ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিবে? হাতে কলমে তার প্রশিক্ষণ দেয়া হবে। তাতে জনসচেতনতা বাড়ার সাথে সাথে ইভিএম ভীতি দূর হবে।

ভোট প্রদান ও গ্রহণ সহজ হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ৩১ মার্চ সদরের নির্বাচন। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন মিলে উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন। ১০৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কক্ষ রয়েছে ৬৪৮টি। প্রতিটি কক্ষে ইভিএম ব্যালট ইউনিট থাকবে তিনটি করে। আর কন্ট্রোল ইউনিট থাকবে ৬৪৮টি। কোনো ইউনিটে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে রিপ্লেস করার জন্য অতিরিক্ত ১০০টি ব্যালট ইউনিট মজুত রাখা হবে। সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মাহবুব আলম জানান, প্রতিকেন্দ্র থেকে তিন জন করে শিক্ষকের আইডি কার্ড সংগ্রহ করছে সদর উপজেলা নির্বাচন অফিস। এসব শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। এরপর তাদের ভোটকেন্দ্রে পাঠিয়ে সাধারণ ভোটারদের কাছ থেকে সতর্কতামূলক ডেমোভোট গ্রহণ করবে।

নির্বাচন কমিশন বর্তমানে উন্নতমানের ইভিএম দিয়ে ভোটগ্রহণ করছে। জাতীয় সংসদ নির্বাচনেও ছয়টি আসনের পুরোটাই এসব ইভিএমে ভোটগ্রহণ করেছে। যদিও ফলাফল যত দ্রুততার সঙ্গে প্রকাশ করার কথা জানিয়েছিল, তত দ্রুত প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। দেশে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণের প্রথা চালু করে এটিএম শামসুল হুদার কমিশন ২০১০ সালে। সেই ভোটযন্ত্র তৈরি করে দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। উপজেলা পর্যায়ে কক্সবাজার সদরে এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ২০১৯ সালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো সংবাদ