আ'লীগের ৪ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিজয়ের পথে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৩-২৪ ১৪:৪৫:১০

আ’লীগের ৪ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিজয়ের পথে


কক্সবাজারের ৫ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন
জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের ৫ টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। ২৪ মার্চ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এদিকে আওয়ামীলীগের ৪ বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পথে রয়েছে। তারমধ্যে রামুতে সোহেল সরওয়ার কাজল (আনারস), টেকনাফে নুরুল আলম (মোটরসাইকেল), মহেশখালীতে শরীফ বাদশা (আনারস) ও পেকুয়ায় জাহাঙ্গীর আলম (দোয়াত কলম) বিপুল ভোটে এগিয়ে রয়েছে বলে জানাগেছে।
জেলাজুড়ে নির্বাচনে ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বাড়লেও সেটা নিতান্তই কম বলে অভিমত জন সাধারণের। এদিকে পেকুয়ার মগনামায় নির্বাচনকে কেন্দ্র করে গুলাগুলি এবং উখিয়া কারচুপির অভিযোগে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন ছাড়া অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি জেলাজুড়ে।
নির্বাচনের আগে থেকেই সুষ্টু নির্বাচন সম্পাদন ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শক্ত অবস্থান নিয়েছিলো প্রশাসন। উল্লেখ্য, ৩য় ধাপের নির্বাচনে জেলার ৫ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৫২ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২৯ প্রার্থী এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থিনী। ৫ উপজেলার ভোটার সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ৬৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৪৭৭ জন। মহিলা ভোটার রয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৬১৮ জন।

আরো সংবাদ