শরণার্থী ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-০৪ ১৩:৩১:৩১

শরণার্থী ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার: টেকনাফ উপজেলায় শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাসিম (৪২) টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ৬৮২ নম্বর শেডের পীর মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত হাসিম টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত একাধিক মামলা রয়েছে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কয়েকটি ডাকাত দল রয়েছে। এসব ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। মাঝে মধ্যে বিবাদমান এসব ডাকাতদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত।

ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের বাড়ির সামনে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় মোহাম্মদ হাসিমকে লক্ষ্য করে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের একটি দল এসে অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে তিনি গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতর নিয়ে আসে। এ সময় ক্যাম্পের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরো সংবাদ