পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-০৫ ১২:৫৩:১৯

পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


মহেশখালী:কক্সবাজারের মহেশখালী উপজেলার পৌরসভার কাউন্সিলর সংবাদকর্মী ছালামত উল্লাহর উপর অতর্কিত হামলায় পৌর মেয়র মকছুদ মিয়ার ইন্ধন রয়েছে বলে যে অভিযোগ এনে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত দাবী করে ৪ এপ্রিল বিকালে মহেশখালী গোরকঘাটা বাজারে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে পৌর কর্তৃপক্ষ ও আওয়ামীলীগ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে পৌর আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠন। পৌর সভার কাউন্সিলর (প্যানেল) মেয়র বাবু মংলায়েন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় গোরকঘাটার পৌরসভার চৌরাস্তার মৌড়ে মেয়র মকছুদ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা সংবাদ প্রকাশে মানহানি করার কারনে মহেশখালী পৌরসভার কাউন্সিলর কর্মকর্তাবৃন্দ, পৌর আওয়ামী লীগের ও সহযোগি সংগঠনসহ স্থানীয় শত শত লোকজন সড়কে দাঁড়িয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, ছালামত উল্লাহকে পূর্ব শুক্রতার জের ধরে কে বা কারা রাতের আধাঁরে হামলা করলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মকছুদ মিয়াকে তার প্রতিপক্ষের রাজনৈতিক কূশলীরা ফাঁসানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোস্যল মিড়িয়া ফেসবুকে উক্ত হামলায় পৌর মেয়েরর নাম উল্লেখ করে যে অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা জানান বক্তারা।

এদিকে ৩ এপ্রিল মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ’র উপর হামলার প্রতিবোদে ৫ এপ্রিল বিকালে পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করেন মহেশখালী প্রেসক্লাব।

আরো সংবাদ