শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় চবি শিক্ষক আর রাজীকে শোকজ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-০৮ ১৩:১৮:৫২

শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় চবি শিক্ষক আর রাজীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত ওই শোকজ নোটিশ দেয়া হয়। সেখানে শিক্ষক আর রাজীর উদ্দেশে বলা হয়, আপনি ৪ এপ্রিল বিকেল ৪টা ১৫ ও ৪টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার দুটি আইডি
Ar Raji এবং আর রাজী থেকে গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ” শীর্ষক একটি পোস্ট করেছেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। নোটিশে আরও বলা হয়, এ পোস্টটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে। ক্যাম্পাসে বিশৃঙ্খলা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থাকে গুণ্ডামি” আখ্যায়িত করে আপনি প্রকারান্তরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুণ্ডামিতে লিপ্ত ছাত্রদের সহিংসতার পক্ষে উসকানি দিয়েছেন, যা চবি কর্মচারী সংবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলে সেখানে উল্লেখ করা হয়, এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সুনামহানি, ছাত্র শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত শিক্ষকদের সম্মানহানি এবং ছাত্রদেরকে সংঘাতে উসকানি প্রদানের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে জানানোর জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই নোটিশের একটি কপি ফেসবুকে শেয়ার করেছেন শিক্ষক আর রাজী। এরপর সেটি অনেকেই শেয়ার করেন।

আরো সংবাদ