উখিয়ায় বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বহুতল ভবন নির্মাণ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-১৮ ১২:১৬:১৮

উখিয়ায় বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কন্ঠ: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাহাড়ী পর্যটন এলাকাখ্যাত ছেপটখালীতে স্থানীয় বিট কর্মকর্তাকে ম্যানেজ করে চিহ্নিত ভূমিদস্যু চক্র অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয় পরিবেশবাদীরা বিট কর্মকর্তা মনজুরুল আলম চৌধুরীকে দায়ী করছেন। বিট কর্মকর্তার এ নীরব দর্শকের ভুমিকা এখন জনমনে নানা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনুমতি বিহীন সরকারী বনবিভাগের জায়গাতে অবৈধভাবে ভবন নির্মাণ করতে দেয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানাগেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্চের পর্যটন এলাকাখ্যাত ছেপটখালী বিটের মাদারবনিয়া সিএমসি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অবৈধভাবে বহুতল মাকের্ট নির্মাণ কাজ চালিয়ে আসছে প্রভাবশালী ভূমি দস্যূচক্র। এনিয়ে স্থানীয় পরিবেশবাদীরা সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে অবগত করেও রহস্যজনক কারনে এই পর্যন্ত কোনো কুল-কিনার দেখাতে পারেননি। অন্যদিকে এ ঘটনাকে পুঁজি করে চিহ্নিত ভূমিদস্যূরা বেপরোয়াভাবে সরকারি বনবিভাগের জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিট কর্মকর্তা মনজুরুল আলমকে ম্যানেজ করে ছেপটখালী এলাকার চিহ্নিত ভূমিদস্যূ মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ শরিফ, জসিম উদ্দিন, মোহাম্মদ উল্লাহসহ একটি দখলবাজ চক্র মাদারবনিয়া সিএমসি উচ্চ বিদ্যালয়ের এর পুর্ব পাশে বহুতল মার্কেট নির্মাণ করে আসছে। শুধু তাই নয় ওই বিট কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়রা নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি জানিয়েছেন, অবৈধ ভবন নির্মাণ করার জন্য বিট কর্মকর্তাকে টাকা দিয়েছেন ভূমিদস্যূ চক্রটি। তবে এব্যাপারে অভিযুক্ত বিট কর্মকর্তা মনজরুল আলম চৌধুরী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ জানান, পাহাড়ী এলাকায় যদি কেউ অবৈধ মার্কেট নির্মাণ করে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ