প্রতি মাসে ডিপিএসের টাকা জমা করে ৩ হাজার, হয়ে যায় ২ হাজার! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-১৯ ১০:১৬:০২

প্রতি মাসে ডিপিএসের টাকা জমা করে ৩ হাজার, হয়ে যায় ২ হাজার!

কক্সবাজার : ২০০৭ সাল থেকে ঢাকা ব্যাংকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে ডিপিএসের টাকা জাম করে আসছে কক্সবাজার শহরের বিশিষ্ট ঠিকাদান আতিকুল ইসলামের স্ত্রী। ডিপিএসের মেয়াদ ১২ বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগেই খোঁজ নিতে গিয়ে জানতে পারে এতবছর ধরে ডিপিএসের টাকা জমা হচ্ছে ২ হাজার টাকা করে। অথচ উনার কাছ থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা জমা নেয়ার ব্যাংক রশিদও আছে। এখন টাকা সুদে আসলে ফেরত দেয়ার সময় হওয়ার আগেই কিস্তির টাকা ঠিকমত পরিষোধ না করে উনার একাউন্টেই বন্ধ করে দেয়া হয়েছে। ভয়াবহ এই অনিয়ম দূর্নীতি কথা তিনি তুলে ধরে দূর্নীতি দমন কমিশন কতৃক আয়োজিত গনশুনানীতে।
এ সময় উপস্থিত দুদক কমিনার নিজেই এতবগ অনিয়মের বিষয় জানতে পেরে কিছুটা হতবাক হয়ে পড়ে। এবং তাৎক্ষনিক এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দুদকের কাছে লিখিতভাবে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ^াষ দেন। এ সময় উপস্থিত কক্সবাজারস্থ ঢাকা ব্যাংকের ম্যানেজার আমিনুল হক বলেন, কম্পিউটার সিস্টেমের কারনে এত সমস্যা হয়েছে। আর উনি ২ হাজার করেই ডিপিএস করেছিলেন তা উনার আবেদনে আছে। তবে আতিকুল ইসলামের অভিযোগ মূল আবেদনে ব্যাংক কতৃপক্ষ নিজেরা ঘষামাজা করে ২ হাজার করেছে। মূলত এভাবে তারা দেশের লাখ লাখ গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।

আরো সংবাদ