ক্যাম্পে আবারও রোহিঙ্গাদের গণবিবাহ অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-২০ ১১:০২:৩৬

ক্যাম্পে আবারও রোহিঙ্গাদের গণবিবাহ অনুষ্ঠিত


কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের গণবিবাহ আয়োজন নিয়ে ক্যাম্প ১৪, হাকিমপাড়া এক অভুতপূর্ব কার্যক্রম পরিচালনা করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সমঝোতার মাধ্যমে পরিবারের সম্মতিতে ১৮টি বিবাহের প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করা হয়। এই মহৎ উদ্যেগী কার্যক্রমে ক্যাম্প-ইন-চার্জ মো. আব্দুল ওয়াহাব রাশেদ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সাথে সহায়তায় ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ক্যাম্প ১৪, হাকিম পাড়ায় বসবাসরত শরণার্থীদের আন্তরিকতায় ১৮টি দম্পতির বিবাহের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ প্রমানিত হওয়ার পরই তারা বিবাহের যোগ্য বলে বিবেচিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল ক্যাম্প প্রধান একসাথে সকল দম্পতির বিবাহের পিড়িঁতে বসার ব্যবস্থা করার উদ্যেগ নেন। অবশেষে সকল অপেক্ষার প্রহর স্তব্দ করে বিবাহের আয়োজন সম্পন্ন করার জন্য ঞঅও নামক উন্নয়ন মূলক সংস্থার ক্যাম্প কমিউনিটি সেন্টারে স্থান নির্ধারণ করা হয়। উক্ত গনবিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রান ও পূর্নবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। তিনি পাত্র-পাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিবাহ প্রক্রিয়া সম্পন্ন করার পর খেঁজুর ও জিলাপি খাইয়ে বিবাহ উত্তর আয়োজনকে আনন্দময় করে তোলেন। এ পর্যন্ত প্রাথমিক আয়োজন থেকে শেষ পর্যন্ত প্রায় ২০০ রোহিঙ্গা শরনার্থী বিয়েতে অংশগ্রহন করে।

আরো সংবাদ