কথিত ২ সাংবাদিক ইয়াবা-অস্ত্রসহ আটক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-০৪ ১২:৫৬:১১

কথিত ২ সাংবাদিক ইয়াবা-অস্ত্রসহ আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ইয়াবা বিরোধী অভিযানে পুলিশ ইয়াবাসহ ৪টি অবৈধ অস্ত্র নিয়ে কথিত ২ সাংবাদিক নামধারী ইয়াবা কারবারিকে আটক করেছে। ৪ এপ্রিল রাতে উপজেলার শিলবনীয়া পাড়ার মোহাম্মদ হানিফের বাড়িতে পুলিশ এই অভিযান চালায়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলবনীয়া পাড়ার মোহাম্মদ হানিফের বাড়িতে পুলিশ অভিযান চালায়। ওই সময় ইয়াবা ডন সাইফুল করিমের ভাই মাহমুদুল করিম ও রাশেদুল করিমকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ১০ হাজার ইয়াবাসহ ৪টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ইয়াবা ডন সাইফুল করিম মাদক বিরোধী সাড়াশি অভিযান শুরু হলে আতœগোপনে চলে যান। খোঁজ নিয়ে জানাগেছে, সাংবাদিকতার আড়ালে সাইফুলের ইয়াবা ব্যবসায় সহযোগীতা করতো দুই ভাই। এদের মধ্যে রাশেদুল করিম টেকনাফ বার্তা ২৪ ডটকম একটি অনলাইন পোর্টালের সম্পাদক এবং টেকনাফ সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক রাশেদ। পাশাপাশি এনজিও সংস্থার চাকরিও করে আসছে। অপরদিকে মাহবুব ওয়ান নিউজ বিডি নামে অপর একটি পোর্টালের সম্পাদক ও প্রকাশক। তারা সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে ইয়াবা কারবারে জড়িত ছিলেন। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃংখলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি হাজী সাইফুল করিমের বিরুদ্ধে ৩০ এপ্রিল দুদক আয় বহির্ভুত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছে।

আরো সংবাদ