কক্সবাজারে ৩৪ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-১৩ ১২:২২:১৬

কক্সবাজারে ৩৪ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

জসিম সিদ্দিকী: কক্সবাজারের টেকনাফ ও মহেশখালী উপকুল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৩৪ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। ১২ মে রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ও কালারমারছড়া থেকে ২৬ জন এবং টেকনাফ উপকুল থেকে ৮ জন রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গাদের নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। আটকদের মধ্যে ২০ নারী, ৯ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলো। এদিকে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, কয়েকজন রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থা শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২ মাসে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় মহেশখালীতে পৃথক অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে পুলিশ। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ