টেকনাফে ১৫ আনসার ব্যাটালিয়নের দরবার অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-১৩ ১৪:১৭:৪১

টেকনাফে ১৫ আনসার ব্যাটালিয়নের দরবার অনুষ্ঠিত


বার্তা পরিবেশক: কক্সবাজারের টেকনাফে ১৫ আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার অনুষ্টিত হয়। ১৩ মে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নয়াপাড়াস্থ মাঝের পাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এ দরবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক ও সিনিয়র উপ-পরিচালক এএসএম আজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিআইসি মোহাম্মদ খালিদ হোসেন। তিনি আনসার বাহিনীর ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করেন এবং এর সার্বিক উন্নতি কামনা করেন। পাশাপাশি এ বাহিনীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। সমাপনি বক্তব্যে সভাপতি মরহুম পিসি আলী হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল সদস্যকে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়া মরহুম পিসি আলী হোসেনের পরিবারকে আর্থিক ও মানবিক সাহায্য দেয়ার জন্য সিআইসি মহোদয়কে অনুরোধ করেন। তিনি রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিলেও প্রশ্রয় না দেয়ার আহ্বান জানান। দরবারে সভাপতি ও প্রধান অতিথি ব্যাটালিয়নের পদে পদন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যদের র‌্যংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আরও ভালোভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বাহীনির সুনাম বৃদ্ধির জন্য তিনি নির্দেশ প্রধান করেন। উক্ত অনুষ্টানে সভাপতি দায়িত্ব পালনের সুবিধার্থে স্থানীয় ক্যাম্প গুলোর অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য যে, মরহুম পিসি আলী হোসেন ২০১৬ সালের ১৩ মে সন্ত্রাসিদের গুলিতে শহীদ হন।

আরো সংবাদ