কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-১৪ ১১:৫৯:৫০

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩


কক্সবাজার : কক্সবাজার শহরে ও টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মানবপাচারকারি ও ১ ইয়াবা কারবারীসহ মোট ৩ জন নিহত হয়েছে। এসময় পৃথক ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। ১৪ মে ভোররাতে কক্সবাজার সৈকতের ডায়বেটিক পয়েন্ট ও টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকত এলাকায় পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক কারবারি সৈয়দ মোস্থফা ভুলু (৩৫) শহরের পাহাড়তলীর রোহিঙ্গা জহির হাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মানব পাচারকারী নিহত হয়েছে। নিহত রোহিঙ্গারা হলো, টেকনাফের বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২৫) ও জামতলী ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় দুইটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ