ভূমি অধিগ্রহন শাখার দালাল খোরশেদকে ৩ মাসের দন্ড, ধরাছোঁয়ার বাহিরে বড় দালালরা! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-১৫ ১৩:২৪:১৯

ভূমি অধিগ্রহন শাখার দালাল খোরশেদকে ৩ মাসের দন্ড, ধরাছোঁয়ার বাহিরে বড় দালালরা!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে খোরশেদ আলম নামে এক দালালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডিত খোরশেদ আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারকাঘোনা গ্রামের বাসিন্দা। ১৫ এপ্রিল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাত শহীদ পিংকি অভিযানে এই আদেশ দেন। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারী কাজে বাধা প্রদান করার অভিযোগে খোরশেদকে এ কারাদন্ড দেয়া হয়। দন্ডিত খোরশেদকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সদর থানার একদল পুলিশ ফোর্স অভিযানে সহায়তা করেন। এদিকে অভিযোগ উঠেছে, ছোটখাটো দালালদের আটক করে দন্ড দেয়া হলেও ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে বড় মাপের দালালরা। তাদেরও আইনের আওতায় আনার দাবী জানিয়েছে ভুক্তভোগিসহ কক্সবাজারের সচেতন মহল।

আরো সংবাদ