টেকনাফে টপ লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম নিহত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-১৭ ২১:৪৮:৫২

টেকনাফে টপ লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম নিহত


জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইব্রাহীম নামের একজন টপ লিষ্টেড ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় অস্ত্র, ইয়াবা, কার্তুজ উদ্ধার করা হয়েছে। ১৮ মে রাতের প্রথম প্রহরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। সে পুলিশের কাছে স্বীকার করেছে কিভাবে লাখ লাখ ইয়াবা আনতো। ২০১২ সাল থেকে এই পর্যন্ত টেকনাফ থানার একাধিক মামলায় সে এজাহার নামীয় আসামী ছিলো। সে টেকনাফ থানাসহ বিভিন্ন সংস্থার তালিকাভূক্ত ছিলো। যার মধ্যে টেকনাফ থানার তালিকা নং-৬২১, মাদক ব্যবসায়ী ও গডফাদার তালিকা নং-৫০৪, স্বরাষ্ট্র মন্ত্রনালয় তালিকা নং-৪৫২, ডিআইজি অফিস তালিকা নং-৬২১, এনফোর্সমেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় তালিকা নং-৪৫২ এবং মাদকদ্রব্য অধিদপ্তর তালিকা নং-৪৮৬। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত এ ইয়াবা কারবারী নিহত হওয়ার খবরে এলাকায় স্বস্থিদায়ক পরিবেশ বিরাজ করছে বলে জানাগেছে। বাকী গডফাদাররাও কোনভাবে রেহাই পাবেনা। তারাও জালে আটকা পড়বে এমনটাই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী শাহপরীরদ্বীপ এলাকার নুরুল আমিন বল্লার ছেলে ইব্রাহীমকে (৩৮) নিয়ে মাদক উদ্ধারে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। গুলাগুলি থামলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আরো সংবাদ