নিরাপদ অভিবাসনে করণীয় শীর্ষক সেমিনার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৫-২২ ১২:৫৪:৪৮

নিরাপদ অভিবাসনে করণীয় শীর্ষক সেমিনার

কক্সবাজার: কর্মদক্ষতা অর্জন করেই নিরাপদ ও বৈধভাবে বিদেশ গমনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “বাস্তব প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়” শীর্ষক সেমিনারে এ আহবান জানান বক্তারা। ২২ মে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ সচিব আহমদ কবীর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা নুরুল আবছারসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। সেমিনারে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের সন্তানদের মাঝে ১ লক্ষ আট হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ