সুগন্ধা আর সীইন পয়েন্টের অবৈধ স্থাপনা নিয়ে ডিসি যা বললেন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-০৯ ১৭:৩১:১২

সুগন্ধা আর সীইন পয়েন্টের অবৈধ স্থাপনা নিয়ে ডিসি যা বললেন


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের সুগন্ধার সী ইন পয়েন্টে যারা অবৈধ স্থাপনা গড়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অবৈধ দখলদারদের তালিকা তৈরী ও দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, শাহজাহান আলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, সুগন্ধার সী ইন পয়েন্টে অবৈধ স্থাপনার বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে এই গর্হিত কাজে জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে। নিজেদের কোন লোক জড়িত থাকলে তাদেরও কোন ধরনের ছাড় নেই বলে জানান জেলা প্রশাসক। উল্লেখ্য, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এবিষয়ে ব্যাপক লেখালেখি হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তবে এখনো রয়ে গেছে অসংখ্য অবৈধ স্থাপনা।

আরো সংবাদ