মহেশখালী আনসার ভিডিপি’র কর্তার বিরুদ্ধে যতসব অভিযোগ! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-০৯ ১৭:৪৬:০৯

মহেশখালী আনসার ভিডিপি’র কর্তার বিরুদ্ধে যতসব অভিযোগ!


বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তার জসিম উদ্দীন চৌধুরীর নানা অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে ফুসে উঠেছেন ভুক্তভোগিরা। এ নিয়ে ভুক্তভোগিরা বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগসমূহ অনুসন্ধানপূর্বক তদন্ত চলছে বলে বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছেন। জানাগেছে, মহেশখালী উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তার জসিম উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন স্তরের নির্বাচনী ডিউটিতে আনসার সদস্য নিয়োগে ব্যাপক ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও অদক্ষ লোকদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজে লাগানো, চাকরি দেয়ার নামে আনসার সদস্যদের কাছ থেকে টাকা আদায়সহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি মহেশখালীতে আনসার কোম্পানীতে ২০টি পদে জনবল নিয়োগের চূড়ান্ত তালিকায় অদক্ষ আর অযোগ্য প্রার্থীরা জাল সনদ তৈরী করে ওই কর্মকর্তার সহযোগিতায় চাকরিও পেতে যাচ্ছেন! আর প্রকৃত আনসারদেরকে নানা তালবাহনা দেখিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগিদের। বর্তমানে এ নিয়ে আনসার ও ভিডিপির যোগ্য ও প্রশিক্ষিত প্রার্থীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। মহেশখালী উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা জসিম উদ্দীন বাহিনীর অব্যাহতি নীতিমালা ২০১৭ লঙ্গন করে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন বলে জানান ভুক্তভোগীরা। তার মধ্যে বর্তমান উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো.সোহেলের সকল যোগ্যতা থাকা সত্বেও ষড়যন্ত্র করে তাকে বাদ দেয়ার জন্য জোরে অপচেষ্টা অব্যাহত রেখেছে। খোজ নিয়ে জানা যায়, মহেশখালীতে আনসার কোম্পানীতে ২০টি পদে নিয়োগ পেতে ওই কর্তাকে যারা ঘুষ হিসেবে টাকা দিয়েছিলো তারা টাকা ফেরত নিতে ব্যর্থ হয়ে বিভিন্ন দপ্তরে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে অভিযোগসমূহের তদন্ত চলছে। জানাযায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সহকারী কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার, সহকারী মহিলা প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের, স্বেচ্ছাসেবী অব্যাহতি নীতিমালা ২০১৭ জারি করে। উক্ত নীতিমালা লঙ্গণ করে মোটা দাগের টাকা বিনিময়ে মহেশখালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দীন চৌধুরী ভূয়া প্রশিক্ষণ বিহীন আনসারদের নিয়োগ দিচ্ছে! গত ২ এপ্রিল মহেশখালী উপজেলার ২০টি পদের বাচাই কার্যক্রম কক্সবাজার জেলা আনসার ভিডিপি কার্যালয় অনুষ্টিত হয়। সেখানে বড় মহেশখালী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হিসেবে প্রার্থী ছিলো বড় মহেশখালী সাতঘড়িয়া পাড়া এলাকার হাজী আবু ছৈয়দের ছেলে আনসার সদস্য জয়নাল আবেদীন জয়। তিনি পড়াশুনায় এইচএসসি পাশ করেছেন। কিন্তু কর্মকর্তার দাবীকৃত টাকা না দেয়ায় তাকে বাদ দেয়া হয়। অথচ তার পদে যাকে মনোনীত করা হয়েছে তিনি বড় মহেশখালীর বড়ডেইল এলাকার রমিজ আহম্মেদের ছেলে শফিক মাহমুদ। তিনি প্রকৃত অষ্টম শ্রেণী পাশ। অথচ তিনি দাখিল পাশ করেছেন বলে ভূয়া সনদ দিয়ে চাকরির ফাইল জমা দিয়েছেন। এখন তার চাকরিও হচ্ছে! তিনি বর্তমানে ঢাকা এডমিনে আনসার ভিডিপিতে কর্মরত আছেন। শুধু শফিক নয় প্রথম পর্যায়ে যে ১৪ জনকে মনোনীত করা হয়েছে তার মধ্যে ১২ জনের কাগজ পত্রে জাল সনদ রয়েছে! এ বিষয়টি অবগত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগ দেয়া হয়েছে। এদিকে মহেশখালী উপজেলার কোম্পানী কমান্ডার মো. সোহেল ,এপিসি শাহ আলম ,আনসার সদস্য আবু মুছা,আনসার জয়নাল আবেদীন জয়সহ প্রকৃত আনসার সদস্যরা এসব জাল সনদধারীদের চিহ্নিত করে জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা কালো টাকার মিনিময়ে ক্ষমতা অপব্যবহারে যে চলমান নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তা বাতিল করে যোগ্য সম্পন্ন আনসারদের ওই পদে নিয়োগ দেয়ার আহবান জানান।
অভিযোগের ব্যাপারে মহেশখালী উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তার জসিম উদ্দীন চৌধুরী জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য, নয় ষড়যন্ত্র মাত্র। উল্লেখ্য, তথ্য অনুসন্ধানে যানা যায়, বির্তকিত এই কর্মকর্তা ২০০৫ সালে মহেশখালীতে টিআই হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি উপজেলার কালামারছড়া এলাকায় একটি অস্ত্র বিহীন গ্রাম প্রশিক্ষণে অনিয়ম আর দুর্নীতি করার অপরাধে সাবেক এমপি আলমগীর ফরিদের হাতে মারধরের শিকার হয়েছিলেন। ২০০৮ সালে উখিয়া উপজেলায় টিআই থাকাকালীন দুর্নীতির কারণ প্রমাণিত হওয়ায় আনসার ভিডিপি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন। অবশেষে নানা কৌশলে তিনি পূর্ণরায় মহেশখালীতে এসে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য মহেশখালীর আমজনতা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীত আহবান জানিয়েছেন।

আরো সংবাদ