সৈকতের অবৈধ দোকান নির্মাণ উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে ডিসি - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-১০ ১৬:৪৫:২৫

সৈকতের অবৈধ দোকান নির্মাণ উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে ডিসি

নিউজ ডেস্ক: কয়েকদিন বেশ আলোচিত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের অবৈধ দোকান নির্মাণ উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। ১০ জুন বিকাল সাড়ে ৫টায় তিনি পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (পর্যটন ও প্রটোকল) এস.এম. সরওয়ার কামাল, কক্সবাজার, সহকারী কমিশনার (পর্যটন ও প্রটোকল), সাইফুল আশরাফ জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য নঈমুল হক চৌধুরী, মো. কাশেম আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. শাজাহান, বিটিভি জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সমুদ্র সৈকতটি দেশবাসীর জন্য এক অমুল্য সম্পদ। এ সম্পদকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত রাখতে হবে। কারা এ সম্পদ অবৈধভাবে দখল করতে চেয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে কেউ এভাবে অবৈধ দখল করতে না পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদারীর ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরো সংবাদ