আমার ভাই-ছেলে যদি অভিযুক্ত হয় তাদের শাস্তি দিন-বদি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-১১ ১২:৫৩:২৭

আমার ভাই-ছেলে যদি অভিযুক্ত হয় তাদের শাস্তি দিন-বদি


কক্সবাজার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা অনুযায়ী মাদকপাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফ উপজেলায় দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উখিয়া-টেকনাফের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির মধ্যে যদি আমার ভাই, আমার ছেলেও অভিযুক্ত হয় তাহলে তাদেরকেও আইনের আওয়তাই এনে শাস্তি প্রদান করুন। গতকাল সকাল ১১ টায় টেকনাফে পৌরসভা চত্বরে মেয়র শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন বদি। সাবেক এই এমপি বলেন, মাদক বিরোধী চলমান যুদ্ধে এই পর্যন্ত অনেক মাদক কারবারি নিহত হয়েছে। টেকনাফ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান। পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেনো হয়রানির শিকার না হয় সেই দিকটা লক্ষ্য রাখার অনুরোধ জানান।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় টেকনাফ পৌর মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন প্রমুখ।

আরো সংবাদ