পিএমখালীতে সড়ক বন্ধ করে দিয়েছে মাদকসেবীরা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-১২ ১৫:৩৭:১৮

পিএমখালীতে সড়ক বন্ধ করে দিয়েছে মাদকসেবীরা


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের পিএমখালীতে চলাচলের সড়ক বন্ধ করে দিয়েছে মাদক সেবীরা। এ ঘটনায় স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিনসহ ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১২ জুন সকাল ৯ টার দিকে পিএমখালীর ধাওনখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, মৃত. ইসলামের ছেলে শাহজাহান আসলে মাদকসেবী। গতকাল সকালে মাদক সেবন করে সাধারণ জনগনের যাতায়াত করা সড়কটি বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন বাঁধা দিলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে মাদকখুরি শাহজাহান, সালেম জান, মো. কায়েস ও আরেফা বেগমসহ আরও ৫/৬ জন র্দুবৃত্ত মিলে অস্ত্রসন্ত্রসহ পিএমখালীর ৮ নম্বার ওয়ার্ডের মেম্বার আব্বাস উদ্দিন তার স্ত্রী শাহেদা বেগম ও ভাইপো সাকিবুল হাসানকে মেরে গুরুতর আহত করে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি, এব্যাপারে কক্সবাজার সদর থানার ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে মাদক সেবীরা ক্ষতিগ্রস্থ মেম্বারের পরিবারকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

আরো সংবাদ