টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-১৬ ০৫:৫৫:৪১

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত

কক্সবাজার ; কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৪টি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ১৬ জুন ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে ২ র‌্যাব সদস্য আহত হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,‘ইয়াবার চালান উদ্ধার করতে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা ও ৪ টি অস্ত্রসহ তিনজনের দেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘নিহত ৩ জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, নিহত দিল মোহাম্মদ ১৪ জুন দুপুরে কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়ায় র‌্যাবের অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ কুখ্যাত গডফাদার রবিউলসহ দুই জনকে আটকের অভিযান থেকে পালানো ব্যক্তি ছিলো।

আরো সংবাদ