বদরখালী দুবাই মাকের্টের ঈদ বিক্রয় উৎসবের র‍্যাফেল-ড্র অনুষ্টান সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৬-১৬ ১২:৫১:৫৫

বদরখালী দুবাই মাকের্টের ঈদ বিক্রয় উৎসবের র‍্যাফেল-ড্র অনুষ্টান সম্পন্ন

চকরিয়া : এক উৎসব মূখর পরিবেশে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত দুবাই মাকের্টের ঈদ বিক্রয় উৎসবের র‍্যাফেল-ড্র অনুষ্ঠান উপজেলার বদরখালী দুবাই মাকের্টের ২য় তলায় শনিবার ১৫ জুন বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত হয়েছে।দুবাই মাকের্টের সভাপতি আনছারুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর,বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খাঁন, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শত্তকত হোসেন, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক হাজী হামিদ উল্লাহ, বদরখালী তরুণ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভুট্টো সিকদার, বদরখালী কলেনীজেশন উচ্চ বিদ্যালয়ের সদস্য ফরিদ উদ্দিন বি,এ প্রমূখ। অনুষ্টানে চলাকালে দুবাই মাকের্টে পাশ্ববর্তী মহেশখালীসহ বদরখালীর উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষনীয়।প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, উপকূলীয় এলাকার বদরখালীতে মনোরম পরিবেশে দুবাই মাকের্টের যাত্রা শুরু হওয়ার ফলে উপকূলীয় এলাকার মানুষের জীবন যাত্রা মানের উন্নয়ন হবে। এছাড়াও শপিং করতে কক্সবাজার ও শহরের যেতে হবে না বলে উপরোক্ত কথা বলে।অনুষ্টান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রথম পুরুস্কার ফ্রিজ বিজয়ী চকরিয়া চিরিংগা এলাকার পাভেল  আজমের হাতে পুরুস্কারটি তুলে দেন।

আরো সংবাদ