টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-২৩ ১৬:১৭:২৮

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

হাফেজ মুহাম্মদ কাশেম: টেকনাফের জাদীমুরায় রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুককে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে ২৩ আগস্ট শুক্রবার সকালে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়ক অবরোধ, ভাংচুর, বিক্ষোভ ও রোহিঙ্গা সন্ত্রাসী নুর মোহাম্মদ মাঝি বাড়ীতে আগুন দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ আগস্ট রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক (২৪) বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিত অবস্থায় অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনে হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। রাতেই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহত ওমর ফারুক জাদীমুরা গ্রামের বাসিন্দা আবদুল মোনাফ সওদাগরের পুত্র। এদিকে ২৩ আগস্ট যুবলীগ নেতা ওমর হত্যার প্রতিবাদে সড়কে নেমে এসেছে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে হত্যায় জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী নুর মোহাম্মদ মাঝির বাড়িতে আগুন দেয়। এরপর সড়কে রোহিঙ্গাদের দোকান-পাট ভাংচুর করে সড়ক অবরোধ করে। বিক্ষোভ চালাকালিন সময় বিভিন্ন এনজিও সংস্থার গাড়ী ও অফিস ভাংচুর করা হয়। সড়কে আগুন জ্বালিয়ে গাছ ফেলে অবরোধ সড়ক অবরোধ করায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে টেকনাফ উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল হাসান, সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, হ্নীলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বিজিবি, র‌্যাব-পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থলে যান। তাঁরা পরিস্থিতি শান্ত করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাসে ৩ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। ময়না তদন্ত শেষে বিকালে নামাজে জানাজা শেষে ওমর ফারুককে সমাহিত করা হয়। জানাজার নামাজের পূর্বে সাবেক এমপি ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী, সাবেক এমপি আলহাজ¦ আবদুর রহমান বদি সিআইপিসহ কয়েকজন বক্তব্য রাখেন। নিহতের পিতা আবদুল মোনাফ সওদাগর বলেন, ‘আমার ছেলে ওমর ফারুক ২০১৭ সালের আগস্ট মাসে দলে দলে রোহিঙ্গা অনুপ্রবেশকালে যুবলীগের একজন কর্মী হিসাবে রোহিঙ্গাদেরকে মানবিক সহায়তা দিয়েছিল। কিন্ত কোন কারণ ছাড়া রোহিঙ্গারাই ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী আমার ছেলেকে খুন করেছে। আমি এই হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার চাই’। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ সন্ধ্যায় বলেন, ‘হত্যাকান্ডের এ ঘটনার ব্যাপারে এখনও কেউ মামলা দায়ের করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

আরো সংবাদ