করোনা আক্রান্ত রোগিদের সেবাদানে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-১৯ ১৭:৩০:৩০

করোনা আক্রান্ত রোগিদের সেবাদানে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

কক্সবাজার: করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের সেবাদানে সার্বিক প্রস্তুত রয়েছে কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এমন কথা জানানো হয়।

সভায় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার জেলাব্যাপীর সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রামু ও চকরিয়ায় ১ শত শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এর বেশি আক্রান্ত হলে বিকল্প হিসেবে স্টেডিয়াম, আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহারের জন্য রাখা হয়েছে। তিনি ইউএনএচইসিআর, আইওএম সহ আর্ন্তজাতিক সংস্থার সহায়তা চেয়ে বলেন, আন্তর্জাতিক নগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে চীনের মতো অস্থায়ী হাসপাতাল তৈরী করতে পারেন। তিনি জনসমাগম, অপ্রয়োজনীয় ঘুরা-ফেরা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। সভায় কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

আরো সংবাদ