অভিনয় জগত ছেড়ে আল্লাহর পথে অভিনেত্রী সনম চৌধুরী - কক্সবাজার কন্ঠ

শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-০৫ ১২:৩২:০৪

অভিনয় জগত ছেড়ে আল্লাহর পথে অভিনেত্রী সনম চৌধুরী

অভিনয় জগত ছেড়ে আল্লাহর পথে অভিনেত্রী সনম চৌধুরী

নিউজ ডেস্ক :  গত কয়েক বছরে অনেক বলিউড তারকা অভিনয়ের জগত ছেড়ে দিয়েছেন। ইসলাম গ্রহণ কিংবা ধর্মীয় জীবন যাপন শুরু করে নতুন জীবন শুরু করেছেন। এবার তাতে যুক্ত হলেন পাকিস্তানি অভিনেত্রী সনম চৌধুরী। গত শুক্রবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামের এক পোস্টে অভিনয় পেশা পরিবর্তন করে ‘আল্লাহর পথে’ নতুন জীবন শুরু করার কথা জানান।

ইনস্টাগ্রামে নিজের পরিচিতিতে ‘অভিনেত্রী’ বদলে দিয়ে ‘একজন মুসলিম মা যিনি ইসলাম শিখছেন’ লিখেন। জন্মদিনে তিনি অভিনয় ছেড়ে ‘আল্লাহর পথে’ ফেরার কথা জানান। জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার দিয়ে তার সিদ্ধান্তে পরিবার সমর্থনের কথাও জানান।

৩০ বছর বয়সী সনম চৌধুরি ‘আসমানোঁ পে লিখা’ ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পান। এরপর ‘ঘর তিতলি কা পার’-এ অভিনয় করে বিখ্যাত হন এই তারকা।

ইনস্টাগ্রামে ভিডিওর পাশে তিনি লিখেন, ‘আমার পরিবার আল্লাহর পতে ফেরায় আমাকে স্বাগত জানিয়েছে। তা আমার জন্য খুবই অত্যন্ত হৃদয়গ্রাহী। যারা ধর্মের পথ অনুসরণ করে, তাদের খুবই স্বচ্ছ হৃদয়ের অধিকারী।’

তিনি আরো লিখেন, ‘সঠিক পথ বেছে নেওয়ায় সুন্দর কথা বলে সবাই আমাকে শুভেচ্ছা ও স্বাগত জানায়। এমনকি সবাই আমাকে পবিত্র কোরআন শেখাতেও আগ্রহ প্রকাশ করেন। তা আমার জন্য অনুপ্রেরণাদায়ক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দান করুন।’

উল্লেখ্য, ২০১৯ সালে গায়ক সোমি চোহানকে সনম চৌধুরি বিয়ে করেন। পরের বছর প্রথম সন্তান শাহবীরের জন্ম হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে সনম এখনও বিনোদনজগত ছাড়ার ঘোষণা না দিলেও সোমির সঙ্গে বিয়ের ছবিটা ছাড়া সব ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন।

এ বছর মার্চে পাকিস্তানি অভিনেত্রী হুমাইমা মালিক হিজাব পরিধানের ঘোষণা দেন। ২০২০ সালের অক্টোবরে ভারতীয় অভিনেত্রী সানা খান অভিনয় জগত ছেড়ে স্রষ্টা ও মানবতার সেবায় যুক্ত হন। ২০১৯ সালে জায়রা ওয়াসিমও বলিউডে অভিনয় ছেড়ে দেন।  সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

আরো সংবাদ