অল্পের জন্য রক্ষা পেল কক্সবাজার এক্সপ্রেস - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২৪-০৩-২৪ ১২:৩৫:২৫

অল্পের জন্য রক্ষা পেল কক্সবাজার এক্সপ্রেস

অল্পের জন্য রক্ষা পেল কক্সবাজার এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেসে’র সঙ্গে গাছবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রেন আসার আগে স্থানীয় একটি নসিমন রেললাইনে উঠে যায়। গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছাইরাখালী এলাকায় পৌঁছালে ওই এলাকার সড়কে সিগনাল না থাকায় গাছবাহী একটি ট্রলি রেললাইন অতিক্রমের সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রলির ড্রাইভার লাফ দিয়ে জীবন রক্ষা করলেও ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়।

 

এদিকে, ট্রেনটির চালক আব্দুল আওয়াল রানা ফেসবুকে এ ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে- গাছবাহী নসিমনটি রেললাইনের ওপর দাঁড়ানো। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গাড়িটির মাঝামাঝি আঘাত করে। ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আরো সংবাদ