আকস্মিক বন্যাকবলিত রামু উপজেলায় World Food Programme (WFP) এর জরুরী সহায়তা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৯-০৭ ১৬:৩৪:৪১

আকস্মিক বন্যাকবলিত রামু উপজেলায় World Food Programme (WFP) এর জরুরী সহায়তা

আকস্মিক বন্যাকবলিত রামু উপজেলায় World Food Programme (WFP) এর জরুরী সহায়তা

বার্তা পরিবেশক : দাতা সংস্থা World Food Programme (WFP) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে আকস্মিক বন্যাকবলিত এলাকা কক্সবাজার জেলার রামু উপজেলায় ৪টি, জোয়ারিয়ানালা- ৫০০, কাউয়ারখোপ-৫০০, কচ্চোপিয়া-৫০০ এবং গর্জনীয়া ইউনিয়নে ৫০০ সর্বমোট ২০০০ (দুই হাজার) পরিবারের মাঝে World Food Programme এর জরুরী সহায়তার অংশ হিসেবে প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি হারে High Energy Buscuits বিতরণ করা হয়েছে।

আকস্মিক বন্যাকবলিত রামু উপজেলায় World Food Programme (WFP) এর জরুরী সহায়তা

 

উক্ত বিতরণ কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এবং দাতা সংস্থার প্রতিনিধি কিউমিসি, হেড অব কক্সবাজার, সত্য রঞ্জন তরফদার, মোস্তাফিজুর রহমান এবং মাকসুদ আজম ও সুশীলনের প্রতিনিধিবৃন্দ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

 

 

সুশীলন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সমন্বয় রেখে বিতরণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

আকস্মিক বন্যাকবলিত রামু উপজেলায় World Food Programme (WFP) এর জরুরী সহায়তা

এই সহায়তা পেয়ে উপকারভোগীসহ স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বিশ্ব খাদ্য কমর্সূচী ও সুশীলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো সংবাদ