নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণলয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বন্ধ হয়ে গেছে চলতি মৌসুমে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, সরকারের নির্দেশনানুযায়ী আজ ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে।