নিউজ ডেস্ক : শুক্রবার (২৫ আগস্ট) রাজধানী ঢাকার সকালটা ছিল রোদ ঝলমলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বৃষ্টি। কোথাও ঝিরঝির বৃষ্টি কোথাও ঝমঝমিয়ে। আবার রোদ আবার বৃষ্টি এভাবে দুপুর পর্যন্ত চললেও দুপুরের পর থেকে কালো মেঘের দখলে চলে যায় পরিষ্কার আকাশ। যেকোন সময় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি- এমন অবস্থায় ঘরের বাইরে যারা বেরিয়েছেন হাতে ছাতা নিয়েই বেরিয়েছেন।
রাজধানীসহ দেশের অন্য অঞ্চলের মানুষ বৃষ্টি উপভোগ করলেও চিন্তিত হয়ে পড়েছেন লালমনিরহাট জেলার তিস্তাপারের মানুষেরা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শুক্রবার তিস্তার দোয়ানী ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গত ১৪ আগস্ট তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করলেও একদিন পরে তা নিচে নেমে আসে। সেই সময় স্বস্তি ফিরলেও আবারো পানি বাড়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিস্তা পারের মানুষ। এদিকে দেশজুড়ে এমন বৃষ্টি আরও দু’দিন থাকতে পারে এরপর বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দু’দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সংবাদ প্রতিনিধির পাঠানো তথ্য মতে, শুক্রবার বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক পানির প্রবাহ ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার।
ব্যারাজ ও নদী তীরের বাসিন্দারা জানান, গত কয়েকদিনের থেমে থেমে ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানিপ্রবাহ বেড়ে যায়। পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। শুক্রবার বিকেল নাগাদ পানি বেড়ে বিপৎসীমার ওপরে ১১ সেন্টি মিটার উঠে যায়। উজানে টানা ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবায় তিস্তার পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় উজানের ঢেউ বেড়ে ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিস্তা ব্যারাজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা ।
তিনি বলেন, উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানিপ্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে (শুক্রবার বিকেলে) ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।