কক্সবাজারে গোপন বৈঠক : ১৫ জনকে আদালতে প্রেরণ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১১-০৯ ০৫:০৬:৪৭

কক্সবাজারে গোপন বৈঠক : ১৫ জনকে আদালতে প্রেরণ

আবাসিক হোটেলে গোপন বৈঠক : ১৮ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারে গোপন বৈঠক থেকে আটক ১৯ ইউপি সদস্যের মধ্যে থেকে ১৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় অপর চারজনকে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে তাদেরকে কক্সবাজার আদালতে পাঠানো হয়। কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজীম নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী সড়কের ইউনি রিসোর্টের পঞ্চম তলার হল রুমে গোপন সভা থেকে তাদের আটক করার কথা জানায় পুলিশ।

ওসি বলেন, রাতে আটক ইউপি সদস্যদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং অপর চারজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধীতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে সরকার বিরোধী আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা গোপন বৈঠক করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সন্দেহজনক হোটেলটি ঘিরে ফেললে বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ সময় হোটেলটির সম্মেলন কক্ষে অবস্থানকারী ১৯ জন ইউপি সদস্যকে আটক করা হয়। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটির নেতা। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিরোধীতাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরো সংবাদ