ইউনিয়ন হসপিটালের সাথে জেলা আইনজীবী সমিতির স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-০৭ ১২:০৭:৫৭

ইউনিয়ন হসপিটালের সাথে জেলা আইনজীবী সমিতির স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

ইউনিয়ন হসপিটালের সাথে জেলা আইনজীবী সমিতির স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :  উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিত করতে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র সাথে একটি “স্বাস্থ্যসেবা চুক্তি” স্বাক্ষর করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। চুক্তির আওতায়- কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে ইউনিয়ন হসপিটালে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ও ডিসকাউন্টসহ বেশ কিছু বিশেষ সুবিধা প্রদান করা হবে।

জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার দুপুরে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র চেয়ারম্যান এডভোকেট তবারক হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান; ডিরেক্টর (এইচআর) এডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া এবং পাবলিক রিলেশন অফিসার রুহুল কাদের শিলু।

এই “স্বাস্থ্যসেবা চুক্তি” আইনজীবী সদস্যদের স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে এবং সমিতির সাথে ইউনিয়ন হাসপাতালের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আরো সংবাদ