ইসকন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১১-২৭ ০৪:৩৭:২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ

নিউজ ডেস্ক :  দেশজুড়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ২৬ নভেম্বর) রাত ৯টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে মিছিলটি শুরু হয়। মডার্ন মোড় ঘুরে আবারও আবু শহীদ চত্বরে এসে শেষ হয় মিছিলটি। কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেন। তারা হত্যাকারী চিন্ময় অনুসারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে নানা স্লোগান দেয়।

পরে সমাবেশ বক্তব্য রাখেন মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, জাকির হোসেন, সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ফ্যাসিবাদিদের উস্কানিতে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্ত্রাসী সংগঠন ইসকন সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরীর চেষ্টা করছে। দেশে সনাতন সম্প্রদায়ের লোকজন সম্পূর্ণ নিরাপদে থাকা সত্ত্বেও সন্ত্রাসী চিন্ময়ের তথাকথিত অনুসারীরা আদালতে প্রকাশ্য দিবালোকে গলাকেটে রাষ্ট্রের আইন কর্মকর্তাকে খুন করেছে। মসজিদে হামলা, ভাঙচুর করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।’

তারা আরো বলেন, ‘খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আবারো ছাত্র জনতার বিপ্লব শুরু হবে। একই সাথে সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবিও জানান তারা। এ সময় দেশবাসীকে উস্কানিতে পা না দিয়ে শান্ত থাকারও আহ্বান জানান বক্তারা।’

আরো সংবাদ