এইচ এম জালাল উদ্দীন কাউছার : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের মোছারখোলা বিট এলাকায় মজুদ করে রাখা হয়েছিলো অভিযানে জব্দ হওয়া হাজার ঘনফুটের বালি। ২০২৩ সালে এসব বালি জব্দের পর বনআইনে পিওআর মামলা -৯৮ /উখিয়া অব ২২-২৩ দায়ের করা হয়। এছাড়াও আদালতে এসংক্রান্ত আরেকটি মামলা (সিআর বন – ৩৭/২৩ইউ) চলছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে৷
গত একমাসে এসব বালির প্রায় সবটুকুই বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে অন্যত্র বিক্রি দিয়েছে পরিবেশ ধ্বংসে জড়িত স্থানীয় একটি চক্র। সংরক্ষিত সেই স্থানে বালির পরিমাণ কমে যাওয়ায় ঠনক নড়ে বনবিভাগের। গত ১৯ জানুয়ারি দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীপাড়া থেকে বালিভর্তি একটি মিনিট্রাক(ডাম্পার) জব্দ করে বনবিভাগ।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, প্রায় ২০ কিলোমিটার দূরে সরকারি বালি সংরক্ষণ করে রাখা স্থান উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা থেকে অবৈধভাবে উত্তোলন করা সরকারি বালি নিয়ে আসছিলো ঐ ট্রাক।
রাস্তা থেকে আটক হওয়া ট্রাকটির নম্বর চট্টমেট্রো ১১-০৪০৩। চালক পালিয়ে যাওয়ায় মালিকের পরিচয় না পাওয়াতে বন আইনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী (ইউডিআর) ব্যবস্থা নিয়ে ট্রাকটি রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।
মোছারখোলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা কক্সবাজার কন্ঠকে বলেন, বালি সংরক্ষণের স্থানটি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম এর বাড়ির পাশে হওয়ায় সে একটি চক্র গড়ে তোলে বালিগুলো বিক্রি করেছে।
আটক ট্রাকটিও পালংখালী ইউপির ৭নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলামের বলে জানা গেছে, যিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক। এবিষয়ে কামরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
উখিয়া ও টেকনাফের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সরকারি বালি নিধনে জড়িতদের শনাক্তে বনবিভাগের তৎপরতা অব্যাহত আছে, কেউ ট্রাকটি দাবী করতে আসলে তার বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হবে।