» উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত | কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২৩-১১-১৬ ১২:৫৫:৩৮

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো: রিদুয়ান (২৫) নামের এক মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান (২৮) ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রুতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ