উখিয়ায় সম্প্রীতি বৃদ্ধি বিষয়ক কর্মশালা - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২৫-০১-৩০ ১০:৫৫:৩১

উখিয়ায় সম্প্রীতি বৃদ্ধি বিষয়ক কর্মশালা

উখিয়ায় সম্প্রীতি বৃদ্ধি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র’এ কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপসচিব ও ক্যাম্প ইনচার্জ আজগর আলী।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী। কর্মশালায় আর্থসামাজিক উন্নয়ন ও নাগরিকদের অংশীদারিত্বমূলক অংশগ্রহণে ৪ হাজার ৬০ টি পরিবারের উপকারভোগীকে ভোকেশনাল ও হাঁস মুরগি পালনে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এতে সিনিয়র সহকারী সচিব ও ক্যাম্প ইনচার্জ সানোয়ার হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও ইমামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ