উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৭ জুন ২০২৩ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২৩-০৩-২৫ ১১:৪৮:১৮

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার : উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আলী জোহর (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। শনিবার (২৫ মার্চ) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান। আটক আলী আলী জোহর ক্যাম্প-১ ডবিøউ, বøক/ই-৭ এর নুর সালামের ছেলে।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাজারে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ