উখিয়ায় দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথসহ পাচারকারি আটক - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১২-১০ ১৫:১২:৪০

উখিয়ায় দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথসহ পাচারকারি আটক

উখিয়ায় দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথসহ পাচারকারি আটক
কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির জানান, শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে এ অভিযান চালানো হয়েছে। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
মেহেদী হোসাইন কবির বলেন, শনিবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ২/৩ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারিরা মিয়ানমার দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।
এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা ছোট একটি বস্তা থেকে পাওয়া যায় ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আরো সংবাদ