কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় ১৪৪৬ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৮৯ হাজার ২০০ টাকা। এসময় জড়িত সন্দেহে নাসির উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে র্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ।
তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় এলাকা থেকে নাসির উদ্দিন নামের এক চোরাকারবারিকে ১৪৪৬ কার্টুন অর্থাৎ ২ লক্ষ ৮৯ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেটসহ আটক করে র্যাব। এসময় প্রবাল বড়ুয়া নামের নাসির উদ্দিনের এক সহযোগী পালিয়ে যায়। আটককৃত নাসির উদ্দিন উখিয়ার কুতুপালং পূর্বপাড়া এলাকার কালাচানের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।