নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কক্সবাজার পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডাঃ নুরু সাফা চৌধুরী, পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা মেডিকেল অফিসার ডাঃ উম্মে কুলসুমা খানম, উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার রাজীব পাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাদিক আল্লাম আসিফ, রামু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনীরা, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৈকত বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ন ক্লিনিকাল ডিপার্টমেন্ট হওয়ার পরেও, ডাক্তারদের জন্য চরম বৈষম্য ও অবহেলার জায়গা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP)।নন-টেকনিক্যাল কর্মকর্তারা উপজেলা থেকে শুরু করে DGFP পর্যন্ত, প্রশাসনিক পদগুলোতে এমনভাবে বসে আছে যে, তারা এই ডিপার্টমেন্টে ডাক্তারদের অস্তিত্ব বুঝতে দিতে চায় না। ডাক্তারদের উপযোগিতা কমানোর জন্য, যা যা করা দরকার সব তারা করেন। মেডিকেল সেক্টরে, ডাক্তারদের মাথার উপর ভর করে, তারা সব কিছু করছে। অথচ, এই ডিপার্টমেন্টে নন-মেডিকেলদের থাকার কথা ছিলো না। সুকৌশলে চিকিৎসকদের ক্যাডার ছিনতাই করে DGFP এর মতো একটি ট্যাকনিকাল ডিপার্টমেন্ট এর চালকের আসনে সাধারণ ক্যাডার।
বর্তমান সরকার কৃচ্ছ্রসাধন এর নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। শুধুমাত্র স্টোর ব্যবস্থাপনা এবং তথ্যসেবার জন্য আলাদা করে সাধারণ ক্যাডার রাখা কতটুকু যৌক্তিক তা বিবেচনাযোগ্য। স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এর চিকিৎসা সেবার পাশাপাশি রিপোর্টিং, স্টোর ব্যবস্থাপনাসহ সকল কার্যক্রম, মহাপরিচালক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল স্তরের চিকিৎসকগণের নেতৃত্বে, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে।
সাধারণ ক্যাডার পরিবার পরিকল্পনা বিভাগে কখনো অপরিহার্য ছিলোনা, এখনও নেই, ভবিষ্যতেও থাকবেনা। চিকিৎসক ব্যতীত একদিনও পরিবার পরিকল্পনা বিভাগ চলবেনা। সেক্ষেত্রে BCS (Family Planning) সাধারণ ক্যাডারকে যে কোন জেনারেল ক্যডারের সাথে মার্জ করে দেয়া যেতে পারে। কারণ, DGFP সম্পূর্ন মেডিকেল রিলেটেড হওয়ার কারণে, তাদেরও কাজ করতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। উল্লেখ্য ২০১৮ সালে BCS (Economic) ক্যাডারকেও প্রশাসনের সাথে মার্জ করা হয়। বর্তমানে সমবায় ক্যাডারকেও অন্য জেনারেল ক্যাডারের সাথে মার্জ করার কথা উঠেছে।
এছাড়াও বাংলাদেশে এখনো অনেক ডাক্তার বেকার। প্রতি বছর গড়ে ৮ থেকে ১০ হাজার ডাক্তার পাস করে বের হচ্ছে। এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে যদি ঢেলে সাজানো যায়, তাহলে, ভবিষ্যতে অনেক ডাক্তার নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে। ডাক্তারদের বেকারত্বের হারও কমবে।