নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে গেল ৩০ জানুয়ারি রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পূর্ব পরিকল্পিতভাবে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদী হয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে ৪৭ জনকে আসামি করা হয়েছে।
তারা সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। একই সঙ্গে এ ঘটনা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের পেশকার পাড়ার আবুল কাশেমের ছেলে রুহুল কাদের (৩২), কলাতলী এলাকার জহির আলমের ছেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাকি (২৬), বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন (৪৫), নতুন বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাঈদ মোহাম্মদ তানিম (২১), সমিতি পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে মো. আজিজ (২০)।, ইনানী এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার (৪০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর আবদুল জব্বারের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান (২৭), শহরের কুতুবদিয়া পাড়ার আহমদ হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার (৩২)
ওসি ইলিয়াস খান জানান, ৮ জনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।