প্রদানযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে-তথ্য কমিশনার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০২-২৩ ১৩:০৬:১৮

প্রদানযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে-তথ্য কমিশনার

কক্সবাজারে তথ্য কমিশনার ড. মালেক : প্রদানযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে

নিজস্ব  প্রতিবেদক :  স্মার্ট বাংলাদেশ গঠনে প্রদানযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নয় জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার ড. আবদুল মালেক। সভায় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

তিনি বৃহপতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে তথ্য অধিকার অবেক্ষন ও পরিবীক্ষণ জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, তথ্য কমিশনের সহকারি পরিচালক শাহাদৎ হোসাইন বক্তব্য রাখেন।

এ সময় তথ্য অধিকার অবেক্ষন ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ