কক্সবাজারে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক আলোচনা সভা - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-৩০ ১১:২৩:২৭

কক্সবাজারে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক আলোচনা সভা

কক্সবাজারে ‘‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাস” শীর্ষক আলোচনা সভা

কক্সবাজার কন্ঠ ডেস্ক :  জেলা তথ্য অফিস, কক্সবাজার আয়াজিত “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার প্রদীপ্ত খীসার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো শাহিন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। তরুণদের মধ্যে বক্তব্য রাখেন তোফাইল আহাম্মদ রাকিব।

অনুষ্ঠানের শুরুতে জুলাই অনির্বাণ ও গণমুক্তি অনিবার্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। “নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা”শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের ফুড টেকনোলজি বিভাগের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান সেলিম রেজা।

বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণরাই আগামীর দিনের উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলে পরিসংখ্যান বলছে, ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানেও তরুণদের অংশগ্রহণ ছিল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তরুণদের অবদান ছিল অনস্বীকার্য। দেশের প্রতিটি ক্রান্তিকালে তরুণরা মানবঢাল হয়ে কাজ করেছে। সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, অসীম সাহসিকতা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি চব্বিশের গণঅভ্যুত্থান।

দেশ তথা পৃথিবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ