নিজস্ব প্রতিবেদক : ভোটার হবো নিয়ম মেনে ভোট দিব যোগ্য জেনে এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারেও পালিত হলো ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিন ব্যাপী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল।
এতে জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষন কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা প্রমুখ। পরে ভোটারদের নানা ধরনের সেবা প্রদান করা হয়। যার মধ্যে ছিল নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট কার্ড বিতরণ, ভোটার স্থানান্তর ও সংশোধন কার্যক্রম সহ নানা ধরনের সেবা কার্যক্রম।