বলরাম দাশ অনুপম : জাপান কারাতে এসোসিয়েশন আয়োজিত সোবু ইপ্পন কোষ্টাল কারাতে চ্যাম্পিয়নশীপকে কেন্দ্র করে কক্সবাজারে বসতে যাচ্ছে কারাতে খেলোয়াড়তে মিলনমেলা। এই কারাতে চ্যাম্পিয়নশীপকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
আগামী ১০ জানুয়ারী সকাল ১০টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ উপলক্ষে বুধবার (৮ জানুয়ারী) বিকেলে এক প্রেস কনফারেন্সে জাপান কারাতে এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু জানান, এবারের কারাতে চ্যাম্পিয়নশীপে কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, খুলনা, ফরিদপুর ও ঢাকার ১৬ টি টীম অংশগ্রহণ। এতে খেলোয়াড় থাকবে মোট ২৪১ জন। জাপান কারাতে এসোসিয়েশন কক্সবাজার এর সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে রেফারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও জাপান কারাতে ওয়ার্ল্ড ফেডারেশনের প্রতিনিধি টুলু উশ সামস।
এতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুন অর রশিদ, কক্সবাজার কারাতে ফেডারেশনের সভাপতি সিরাজুল হক, জেকেএস কক্সবাজার এর প্রধান প্রশিক্ষক আইমন, লুপি কারাতে এসোসিয়েশনের জনি বড়ুয়া, সেইসিন কারাতে এসোসিয়েশনের জসিম উদ্দিন, কক্সবাজার কারাতে এসোসিয়েশনের কৃষ্ণ পাল, সহ প্রশিক্ষক আরাফাত রহমান, প্রশিক্ষক জসিম উদ্দিন। আগামী ১১ জানুয়ারী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।