কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী ও আলীরজাঁহালে ৩ বোনের তত্ত্বাবধানে চলছে জমজমাট পতিতা ব্যবসা। প্রভাবশালী মহলের মদদে চলছে ওপেন সিক্রেট চলছে এই পতিতা ব্যবসা। এ কারনে এলাকার সামাজিক পরিবেশ কুলষিত হচ্ছে দিন দিন।এলাকাবাসীর অভিযোগ সত্ত্বেও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কার্য্যকর কোন পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিত্যিকা পল্লীর স্বামী পরিত্যক্ত রাহানার বাসায় প্রতিদিন ওপেন সিক্রেট পতিতাবৃত্তি চললেও যেন কারো মাথা ব্যাথা নেই। গত ৩ বছর ধরে এই বাসায় পতিতা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে দালাল খ্যাত রাহানা। বর্তমানে তার বাড়ীতে রয়েছে ৪ কিশোরী। তাদের বাসায় রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি স্থানীয় লোকজনের সহায়তায় পতিতাসহ রাহানাকে আটক করে পুলিশ। কিন্তু নগদ ৬০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়ে দিব্যি এই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বসবাসকারী রাহানার বড় বোন তাহেরা এবং একই এলাকায় বসবাসকারী সাবেকুন্নাহারের বাসায়ও চলছে পতিতাবৃত্তি। রাহানার আরেক বোন আলীরজাঁহাল এলাকায় বসবাসকারী আনুর বাসায় একইভাবে পতিতা ব্যবসা চলছে বলে জানা গেছে। কিন্তু তাদের এই অনেতিক ব্যবসাটি কোনভাবেই থামানো যাচ্ছেনা। এলাকাবাসী ৩ বোনের এই অনৈতিক ব্যবসা বন্ধে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।