কক্সবাজার কণ্ঠ গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-০৯ ১৩:৫৩:২৪

কক্সবাজার কণ্ঠ গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা

কক্সবাজার কণ্ঠ এখন গণমানুষের কন্ঠ : প্রতিনিধি সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান অনলাইন গণমাধ্যমগুলো মফস্বলের সাধারণ সংবাদকে গুরুত্ব দেয় না। কিন্তু দেশ-বিদেশে অবস্থানরত মানুষের কাছে নিজ এলাকার একজন সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর সংবাদও গুরুত্বপূর্ণ। যা স্থানীয় অনলাইন পোর্টালগুলো প্রকাশ করে। জেলা শহরের অনলাইন পোর্টাল কক্সবাজার কণ্ঠ সেই চাহিদা পূর্ণ করে হয়ে উঠেছে গণমানুষের কন্ঠ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শহরের এক অভিজাত হোটেলের হল রুমে কক্সবাজার কণ্ঠ এর প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। কক্সবাজার কন্ঠ’র প্রকাশক ও সম্পাদক জসিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভা সঞ্চালনা করেন সহ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

তিনি বলেন, পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহায়তা প্রয়োজন। কারণ সকলের সমন্বয়ে যেকোনো কাজ সহজে করা যায়। মানুষের সেবার মাধ্যমে পত্রিকাকে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। সংবাদের অবশ্যই বস্তুনিষ্ঠতা থাকতে হবে।

পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কক্সবাজার কন্ঠর উপদেষ্টা সম্পাদক সাইফুর রহিম শাহীন, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এমআর মাহাবুব, নিবার্হী ইসহাক হোসাইন, বিশেষ প্রতিনিধি আব্দুল মতিন চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার কন্ঠের মালন্টিমিডিয়ার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান প্রতিবেদক ইসমাঈল শাহ, নিজস্ব প্রতিবেদক যথাক্রমে কাইয়ূম উদ্দিন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মোহাম্মদ হোছাইন, আইসিটি ইনচার্জ কফিল উদ্দিন, লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, কক্সবাজার কন্ঠের মালন্টিমিডিয়ার প্রতিনিধি জালাল উদ্দিন কাউছার, সৌরভ আজাদ প্রমুখ। উক্ত প্রতিনিধি সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্প্রতি কক্সবাজার কন্ঠ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল হিসেবে স্থানও পেয়েছে।

আরো সংবাদ