কক্সবাজার জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৫-০১-০৮ ১৪:০২:৫৬

কক্সবাজার জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা। আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়নে এর সম্ভাবনাগুলো খুঁজে বের করতে হবে। এ ছাড়া পর্যটনশিল্প বিকাশের সুযোগগুলোও সকলের সমন্বয়ে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীব, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, টূযাক সভাপতি এম এম সাদেক লাবু, গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা,পর্যটন শিল্পকে বহুমুখীকরণ, সৈকত হকারমুক্ত ও ভিক্ষুকমুক্ত, পর্যটন এলাকার কানেক্টিং সড়ক লাইটিংসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এর আগে জেলা প্রশাসনের তৈরীকৃত পর্যটন গাইড ভ্রমণিকা মোবাইল এ্যাপের সার্বিক কার‌্যক্রম তুলে ধরা হয়।

আরো সংবাদ