সদর উপজেলায় নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৫-০৮ ১৪:০৫:২৫

সদর উপজেলায় নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত

কক্সবাজার সদর উপজেলায় নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে বিপুল ভোটে পরাজিত করেছেন।

বুধবার (৮ মে) কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন।

আরো সংবাদ