সংবাদ বিজ্ঞপ্তি : বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন গতকাল ১৫ নভেম্বর ২০২৪ তারিখে কুতুবদিয়ার মুড়ালিয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ৪টি পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা সহায়তা করেছে। ১৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১.১৫ মিনিটের সময় কাইছার উদ্দিন এর বসত ঘরে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মো: নেছার, মো: ইয়াসিন ও সেখু আলাম এর বসত ঘরে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। পরিদর্শনে দেখা যায় বসত ঘরগুলো সম্পুর্ণ পুড়ে গেছে। পল্লী কর্ম সহায়ক ফান্ডেশনের সহযোগীতায় সদস্য, কোস্ট ফাউন্ডেশন ও জাইকার যৌথ অংশীদারিত্বে IRMP প্রকল্প হইতে এই সুরক্ষা সেবা দেওয়া হয়।